শিরোনাম

ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া কোপা আমেরিকা শেষে জাতীয় দলকে বিদায় বলবেন। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখার প্রত্যাশা অনেকেরই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও মেসিকে বিশ্বকাপে দেখতে চান। তবে মেসি নিজেই জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে খুব বেশিদিন আর দেখা যাবে না তাকে।

কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় এবং রেকর্ড ষোলোতমবারের মতো শিরোপা জয়ের লড়াইয়ে নামবে উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচে জয়ী দলের বিপক্ষে। গত আট কোপা আমেরিকার মধ্যে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল।

সেমিফাইনালে পুরো ৯০ মিনিট খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম গোলও। চোটের শঙ্কা থাকলেও কোচ স্কালোনি জানিয়েছিলেন, মেসি শতভাগ ফিট না হলেও খেলাবেন। মেসি খেলেছেন, পুরো ৯০ মিনিট। আজ তিনি দলের দ্বিতীয় গোলটি করেছেন, যা এসেছে ৫১ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের সহায়তায়।

ফাইনালে ওঠার পর মেসি জানিয়েছেন, তার শেষের শুরুটা হয়ে গেছে। ম্যাচ শেষে তিনি বলেন, “আবারও ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি। আমি জানি এগুলো শেষ লড়াই এবং আমি সর্বোচ্চ উপভোগ করছি।”

শুধু নিজের কথা নয়, সতীর্থ দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিরও বিদায়ের ইঙ্গিত দেন মেসি। তিনি বলেন, “উপভোগ করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওতার মতো আমিও মনে করছি, এগুলো আমাদের শেষ লড়াই।”