শিরোনাম

বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও দল গঠনে চমক দিয়েছে, যা আগের আসরগুলোর ধারাবাহিকতারই প্রতিফলন।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলারের পর এবার বরিশালের হয়ে মাঠে দেখা যাবে পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে। বরিশালের সমর্থকদের জন্য এটি এক বড় চমক।

বুধবার (১৮ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে শাহীনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তবে বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ, বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর, একই সময়ে পাকিস্তান জাতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে।

যদি শাহীন ওই টেস্ট সিরিজের স্কোয়াডে থাকেন, তাহলে তিনি বিপিএলে অংশ নিতে পারবেন ৭ জানুয়ারির পর থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ছাড়পত্র পাওয়ার পরই বরিশাল তাকে দলে ভিড়িয়েছে। এবারের বিপিএলে পাকিস্তানের ছয় ক্রিকেটার খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।

এই ছয়জনের মধ্যে ফাহিম, নাওয়াজ এবং হায়দার প্রথম দিন থেকেই খেলতে পারবেন। তবে শাহীন এবং উসমানকে নির্ধারিত সময় পর্যন্ত খেলতে অনুমতি দিয়েছে পিসিবি। শাহীন খেলতে পারবেন ১৫ জানুয়ারি পর্যন্ত, আর উসমান খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত।

আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে শাহীন ছাড়াও খেলবেন জাহানদাদ খান এবং ফাহিম আশরাফ। বরিশাল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে আরেকটি রোমাঞ্চকর আসর।

  • usharbani
  • ঊষারবাণী
  • ফরচুন বরিশাল
  • বিপিএল
  •