২০০৭ সাল থেকে ফিফপ্রো বর্ষসেরা একাদশে নিয়মিত জায়গা করে আসছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে টানা ১৭ বছর পর এবার তিনি সেই তালিকা থেকে বাদ পড়েছেন। এ বছরের বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে রিয়াল মাদ্রিদ।
সোমবার (৯ ডিসেম্বর) ফিফপ্রো তাদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে। এতে রিয়াল মাদ্রিদের ছয়জন, ম্যানচেস্টার সিটির চারজন এবং লিভারপুলের একজন ফুটবলার জায়গা পেয়েছেন।
এবারের একাদশে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন দানি কারভাহাল, অ্যান্টোনিও রুডিগার, এদেরসন এবং রদ্রি। আক্রমণভাগে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড এবং ভিনিসিউস জুনিয়র। এছাড়া গত জুলাইয়ে ফুটবল থেকে অবসর নেওয়া জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও একাদশে জায়গা পেয়েছেন।
প্রতি বছর ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটের ভিত্তিতে ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচন করে। এ বছর সর্বোচ্চ ১১,১৭৬ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
গোলরক্ষক:
ডিফেন্ডার:
মিডফিল্ডার:
ফরোয়ার্ড: