চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের ছেলেরা। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দারুণ সাফল্যের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে ভারতকে।
কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং এবং নেপালের ব্যাটারদের একের পর এক রানআউটের কারণে তাদের ইনিংসটি বড় হয়নি। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে মাত্র ৫৪ রান সংগ্রহ করে নেপাল। রানআউট হয় ৪ জন ব্যাটার। বাকি ৪ উইকেট তুলে নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা, ও হাবিবা ইসলাম। নেপালের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি।
৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা ৭.২ ওভারে ৪৬ রানের জুটি গড়েন। জয় থেকে মাত্র ৯ রান দূরে থাকতে ইভা ২১ বলে ১৮ রান করে আউট হন। ওয়ানডাউনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা ৬ বলে ১০ রান করেন। অন্যদিকে ওপেনার ফাহমিদা ৩২ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ ম্যাচটি ৯.৫ ওভারেই জিতে নেয়। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নেন কুসুম গোদার।
এর আগে সুপার ফোরে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।