ড. মো. আলী আফজাল ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে বিজয় একাত্তর ফুটবল একাদশের জয়।
যশোরে অনুষ্ঠিত হলো ড. মো. আলী আফজাল ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিলো বিজয় একাত্তর ফুটবল একাদশ (যশোর) বনাম বসুন্দিয়া ফুটবল একাদশ (যশোর)।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে গোল করে ম্যাচটি ২-২ গোলে ড্র করে ফেলে। এরপর খেলা গড়ায় ট্রাইব্রেকারে, সেখানেও দুই দল ৪-৪ গোল করে সমতায় থাকে, ফলে ম্যাচের ফলাফল তখনো অমিমাংসিত থেকে যায়।
সবশেষে, নক আউট পদ্ধতি অনুসরণ করে গোল্ডেন গোলের নিয়মে খেলা নির্ধারণ করা হয়। সেখানে বিজয় একাত্তর ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে গোল্ডেন গোল করে নাটকীয় জয় নিশ্চিত করে।
উক্ত ম্যাচে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা ছিলো তুঙ্গে, আর এই রোমাঞ্চকর জয় বিজয় একাত্তর একাদশকে টুর্নামেন্টের পরবর্তী ধাপে পৌঁছে দেয়।
ড. মো. আলী আফজাল ফাউন্ডেশন আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়ার উন্নয়ন ও তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হচ্ছে।