শিরোনাম

আবারও অবসরের ঘোষণা দিলেন আমির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
আবারও অবসরের ঘোষণা দিলেন আমির

মোহাম্মদ আমির ২০২১ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেটের অস্থির পরিবেশ এবং দলে জায়গা না পাওয়ার হতাশা থেকে অভিমানে বিদায় জানান এই তারকা পেসার। তবে সেই অভিমান ভেঙে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। যদিও সেই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৯ মাস পরই তাকে আবারও অবসরে যেতে হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অবসর ভেঙে ফেরেন আমির। পাকিস্তানের হয়ে টুর্নামেন্টেও খেলেন তিনি। তবে বিশ্বকাপটি পাকিস্তানের জন্য ছিল হতাশাজনক। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়। এরপর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি আমির।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও তাকে দলে রাখা হয়নি। এমন পরিস্থিতিতে আমির বুঝে যান যে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা সম্ভব হবে না। এ কারণেই পাকিস্তানকে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর নায়ক এই পেসার আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

শুধু আমিরই নয়, তার মতো অবসর ভেঙে দলে ফেরা ইমাদ ওয়াসিমও আবার অবসরের ঘোষণা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমির ও ইমাদ কেউই আর দলে জায়গা পাননি। এর ফলে তারা দুজনেই জাতীয় দলের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেন।

বিদায়ী বার্তায় আমির বলেন, “তিনটি ফরম্যাটে পাকিস্তানের হয়ে খেলা আমার জন্য অনেক গর্বের। এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি, তরুণ প্রজন্মের হাতে ব্যাট-বল তুলে দেওয়ার এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়।”

তিনি আরও বলেন, “পিসিবিকে ধন্যবাদ জানাই, যারা আমার পুরো ক্যারিয়ারে আমাকে সমর্থন দিয়েছে। পাশাপাশি, ভক্তদের প্রতিও কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই তিন ফরম্যাট মিলিয়ে তিনি নিয়েছেন ২৭১টি উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান।