শিরোনাম

আর্জেন্টিনার জার্সিতে নিষিদ্ধ হলেন এমি মার্তিনেজ 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, যিনি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত, এবার শিরোনামে এসেছেন বিতর্কিত আচরণের কারণে। ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এর ফলে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ মিস করবেন তিনি।

এর আগে, ২০২২ বিশ্বকাপ জয়ের পরও একই ধরনের অশালীন উদযাপন করেছিলেন মার্তিনেজ, যা তাকে সমালোচনার মুখে ফেলে। কোপা আমেরিকার ট্রফি উদযাপনের সময়ও একই ভঙ্গিতে ট্রফি হাতে নিতে দেখা যায় তাকে, যা শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়ে।

তবে শুধু ট্রফি উদযাপনই নয়, সম্প্রতি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এক টিভি ক্যামেরাম্যানকে আঘাত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ক্যামেরাম্যান জনি জ্যাকসন জানান, মার্তিনেজ তার ওপর শারীরিকভাবে হামলা চালান।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, “ফিফা ডিসিপ্লিনারি কমিটি পর্যাপ্ত প্রমাণ বিশ্লেষণ করে এমিলিয়ানো মার্তিনেজকে তার আগ্রাসী আচরণের জন্য শাস্তি দিয়েছে। তবে এই শাস্তির সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি।”

এই নিষেধাজ্ঞার ফলে মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

  • usharbani
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • মার্তিনেজ
  •   local-nogod-300-x-250