দীর্ঘ এক দশক পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, তৃতীয় ম্যাচে ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে সফরকারীদের হোয়াইটওয়াশ করেও ইতিহাস গড়েছে তারা। তবে পুরো সিরিজজুড়েই ইনজুরির শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন দলের অন্যতম ওপেনার এভিন লুইস। ইনজুরির কারণে তিনি আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন।
আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যু এবং একই সময়ে শুরু হবে।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান এভিন লুইস, যার কারণে সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। এবার পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। লুইসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার। গত বছর অক্টোবরে শ্রীলঙ্কা সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই ৩৭ বছর বয়সী ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফ্লেচার এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন। তার ব্যাটিং রেকর্ড আহামরি না হলেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের হয়ে ফ্লেচার ১১১.৩১ স্ট্রাইকরেট এবং ২০.৫০ গড়ে ৯৮৪ রান করেছেন।
ফ্লেচারের অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে নতুন শক্তি যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।