নিজেদের মাঠে অপরাজেয় আর্জেন্টিনাকে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় তারা।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা তাদের সেরা ফর্মে ছিল না। অন্যদিকে, কলম্বিয়া বেশ আত্মবিশ্বাসী ছিল। খেলার অষ্টম মিনিটেই সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন লের্মা। তবে ১২ মিনিটে হুলিয়ান আলভারেজও সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট লক্ষ্যে ছিল না।
ম্যাচের ২৫তম মিনিটে মসকেরা দুর্দান্ত এক হেডে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন। গোল খেয়ে চাপের মধ্যে পড়ে আর্জেন্টিনা। সমতায় ফেরার জন্য অনেক চেষ্টা করলেও প্রথমার্ধে তারা একাধিক সুযোগ নষ্ট করে। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। রদ্রিগেজের ভুল পাস থেকে গঞ্জালেস বল পেয়ে গিয়ে সমতা ফেরান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও লিড নেয় কলম্বিয়া।
ম্যাচের ৬০তম মিনিটে রদ্রিগেজের সফল পেনাল্টিতে কলম্বিয়া ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এই পরাজয় বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার দ্বিতীয় হার। তবে ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে, আর কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।