শিরোনাম

ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

আর্জেন্টিনার ফুটসাল দলের দুর্দান্ত শুরু: ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪-এ আর্জেন্টিনা জাতীয় ফুটসাল দল তাদের যাত্রা শুরু করেছে ইউক্রেনকে ৭-১ গোলে হারিয়ে। গতকাল রবিবার হুমো অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ইউরোপিয়ান প্রতিপক্ষকে নিয়ে নেয় আর্জেন্টিনা।

উত্তেজনাপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচ

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ১৮ মিনিটে পেট্রো শোতুরমা-এর গোলে ইউক্রেন এগিয়ে গেলেও সেই গোলের পর থেকেই আর্জেন্টিনার জয়যাত্রা শুরু হয়।

কেভিন আরিয়েত্তা, যিনি ইনজুরির কারণে দলে অন্তর্ভুক্ত হন, ম্যাচে দুটি গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সঙ্গে ক্রিশ্চিয়ান বোরুতোও করেন জোড়া গোল। বাকী গোলগুলো করেন অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা, এবং লুকাস বোলি অ্যালেমিনো

পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান

গ্রুপ ‘সি’-তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে হবে আগামী ১৮ সেপ্টেম্বর, আর শেষ গ্রুপ ম্যাচে ২১ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে অ্যাঙ্গোলার।

অন্য ম্যাচের ফলাফল

এদিন গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান ৬-৪ গোলে অ্যাঙ্গোলাকে হারিয়েছে। ম্যাচটি ছিল আক্রমণ ও প্রতি আক্রমণের হাড্ডাহাড্ডি লড়াই।

বিশ্বকাপের পরবর্তী ধাপ

২৪ দলের এই প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল পাবে শেষ ষোলোতে খেলার সুযোগ। দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

কীভাবে আর্জেন্টিনার এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে, সেটি এখন দেখার বিষয়।