আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
সাকিব ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক এবং মালেকা বেগম।
মামলার তথ্য অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অমান্য করায় রোববার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।