শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অশ্বিনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্ট ড্র হওয়ার পর তিনি সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির হন ৩৮ বছর বয়সী অশ্বিন। সেখানে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার শেষ দিন। তবে, তিনি ক্লাব স্তরের ক্রিকেটে খেলবেন এবং আইপিএলে অংশগ্রহণ করবেন।

অশ্বিন বলেন, “আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য এসেছি—আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।” তিনি আরও বলেন, “এখনও কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি রয়েছে, যা আমি ক্লাব স্তরে দেখাতে চাই।”

অবসরের এই দিনে তিনি তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবাই অনেক মজা করেছি। আমার ক্যারিয়ারে সঙ্গী হিসেবে পেয়েছি বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের। তারা ব্যাটিংয়ের চারপাশে দাঁড়িয়ে আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে।”

অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণেই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বিশেষত টেস্ট ক্রিকেটে। ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে সর্বাধিক উইকেট শিকারী ভারতীয় বোলারদের মধ্যে তিনি অনিল কুম্বলের পর দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া, তার বোলিং গড় ২৪.০০ এবং তার সেরা বোলিং ফিগার ৫৯ রানে ৭ উইকেট।

অশ্বিন চেন্নাইয়ে বাংলাদেশ বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এবং বল হাতে এখনও তার মুন্সিয়ানা দেখা যাচ্ছে। তবে, তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বেশ আগেই বাদ পড়েছেন। শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০২২ সালে এবং ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপে।

  • usharbani
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ঊষারবাণী
  • ভারত
  • রবিচন্দ্রন অশ্বিন
  •