ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের প্রত্যাহার করছে ভারত।
এই সিদ্ধান্তের কারণও তুলে ধরা হয়েছে দেশটির গণমাধ্যমে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ভারত এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারে না, যার আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং যার নেতৃত্বে রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী। বিষয়টি শুধু ক্রিকেট নয়, জাতীয় আবেগের সঙ্গেও জড়িত।
তিনি আরও জানান, আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ব্যাপারে এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এসিসির অন্যান্য আয়োজনে অংশগ্রহণও আপাতত স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।