প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২০ বলেই ১৯ রানের লক্ষ্য অতিক্রম করে স্বাগতিকরা। একপেশে লড়াইয়ে জয়ী হয়ে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতায় ফিরল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই অস্ট্রেলিয়া জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছিল। ভারত খুব বেশি রান তুলতে পারবে না, তা স্পষ্ট ছিল। প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হয় ভারত। এরপর ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান তুলে বড় লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজি পেসারদের সামনে ভারত তীব্র চাপের মধ্যে পড়ে। ১০৫ রান তুলতেই পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। নিতীশ রেড্ডির ৪২ রানের সাহসে ভারতের ইনিংস পরাজয় থেকে রক্ষা পায়। ১৭৫ রানে অলআউট হয়ে ভারত অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১৯ রানের লক্ষ্য রেখে যায়, যা অস্ট্রেলিয়া মাত্র ২০ বলেই পূর্ণ করে।