শিরোনাম

ভারতকে বিধ্বস্ত করে সিরিজে লিড অস্ট্রেলিয়ার 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের তিনটি সেশন পার করলেই ড্র করে মাঠ ছাড়তে পারত ভারত। তবে শেষ দিনে অস্ট্রেলিয়ার জন্য কাজটা ছিল কঠিন, কারণ তাদের ১০টি উইকেট নিতে হতো। প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে যশস্বী জয়সওয়াল এবং রিশভ পন্তের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে ভারত। ক্রমে হতাশা বাড়ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ট্রাভিস হেড পন্তকে আউট করতেই ভারতের সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। একের পর এক উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টে পরাজয়ের মুখে পড়ে রোহিত শর্মার দল।

এই জয়ের ফলে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সোমবার (৩০ ডিসেম্বর) এমসিজি’তে ভারতকে ১৮৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য ছিল ৩৩৯ রান, কিন্তু তারা ১৫৫ রানে গুটিয়ে যায়। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ভারত ম্যাচ হারে।

এই জয় নিয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।