বাংলাদেশ হকি ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে যুব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২১ দল। ওমানের মাসকাটে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে ৭-২ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ের ফলে বাংলাদেশ জুনিয়র হকি বিশ্বকাপে খেলা নিশ্চিত করল। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে হারের শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা নিয়ে আর কোনো সংশয় নেই। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য যুব হকি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।
এশিয়ান যুব হকিতে ১০টি দলের প্রতিযোগিতায় এশিয়া থেকে সাতটি দল বিশ্বকাপের টিকিট পাবে। স্বাগতিক ভারত সরাসরি খেলায় বাকি ছয়টি দলকে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের স্থান নিশ্চিত করতে হয়। থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ সেরা ছয়ে জায়গা করে নেয়, যা তাদের বিশ্বকাপে খেলার পথ সুগম করেছে।
গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে ওমানের বিপক্ষে ৩-১ গোলে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারলেও মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে এবং চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপে তৃতীয় স্থানে উঠে আসে।
এরপর ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়া থাইল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
জুনিয়র হকির ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম বিশ্বকাপ যাত্রা। এই অর্জন শুধু হকি নয়, দেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি বড় মাইলফলক। বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতের জন্য আরও বড় সম্ভাবনার দরজা খুলে দেবে।