শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ

শাই হোপের চমৎকার ব্যাটিংয়ের পর শারেফানে রাদারফোর্ডের বিধ্বংসী সেঞ্চুরির মাধ্যমে রেকর্ড গড়া জয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে গেল। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ের মধ্য দিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা হতাশাজনক হলো মেহেদি হাসান মিরাজের দলের।

সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে ফিফটি করেন তানজিদ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সৌম্য সরকার ১৮ বলে ১৯ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর ওয়ান ডাউনে নেমে লিটন দাস ৭ বলে মাত্র ২ রান করেন। ৪৬ রানে ২ উইকেট পড়ার পর তানজিদ তামিম ও মেহেদি মিরাজ জুটি গড়ে ৭৯ রান যোগ করেন।

তানজিদ তামিম ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নিলেও ৬০ রানে আউট হন। ৬০ বলে তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। অন্যদিকে, মিরাজ ধীরগতিতে খেলতে থাকেন এবং ১০১ বলে ৭৪ রান করেন। শেষদিকে মাহমুদউল্লাহ ও জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে ২৯৪ রানে পৌঁছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানেই দুই ওপেনারকে হারায়। কিংকে ১৭ রানে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব এবং এভিন লুইসকে ১৬ রানে ফেরান নাহিদ রানা।

তবে তৃতীয় উইকেটে শাই হোপ ও কেসি কার্টি জুটি গড়ে দলের জন্য শক্ত ভিত তৈরি করেন। কার্টি ২১ রানে আউট হলেও হোপ তুলে নেন ৮৬ রান। তাকে ফেরান মিরাজ। এরপর রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি ৮০ বলে ১১৩ রান করেন।

শেষদিকে জাস্টিন গ্রেভস ৪১ রানে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদি মিরাজ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার প্রত্যেকে একটি করে উইকেট নেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ওয়েস্ট ইন্ডিজ
  • বাংলাদেশ
  •