শিরোনাম

দুই ওভারে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে
সৌম্য সরকার

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সমতা ফেরায় বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, কিন্তু ইনিংসকে বড় করতে ব্যর্থ হন তারা।

সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নামেন তামিম ও সৌম্য, আফগান বোলারদের চাপে রাখেন তারা। পাওয়ার প্লেতে দুবার জীবন পেয়ে সৌম্যের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তামিম।

তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন সৌম্য। এরপর মোহাম্মদ নবির বলে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে বিদায় নেন তানজিদ। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৮ রান সংগ্রহ করেছে।

No tags found for this post.

Krishibid Group Real Estate-ads