নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ভারত। সুপার ফোরে ভারতের কাছে হারের পর টাইগ্রেসরা কি ফাইনালে প্রতিশোধ নিতে পারবে?
কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা।
বাংলাদেশের জন্য বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন। ফাইনাল জিততে বাংলাদেশকে চাই ১১৮ রান।
আগামী ৮ ডিসেম্বর ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েরা সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় এবং বছরের শেষটা শিরোপা দিয়ে উদযাপন করতে চায় সুমাইয়া আক্তারের দল।