শিরোনাম

টি-টোয়েন্টিতে হারের রেকর্ডে শীর্ষে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পরাজয়ের লজ্জাজনক রেকর্ড এখন বাংলাদেশের দখলে। সদ্যসমাপ্ত পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগাররা এই তালিকার শীর্ষে উঠে এসেছে।

এখন পর্যন্ত বাংলাদেশ ১৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১১২টিতেই পরাজিত হয়েছে। জয় পেয়েছে মাত্র ৭২ ম্যাচে।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২১৮টি ম্যাচ খেলে ১১০ বার হেরে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ২০৩ ম্যাচে হেরেছে ১০৯ বার। এছাড়া পাকিস্তান ১০৫টি এবং জিম্বাবুয়ে ১০৩টি পরাজয়ের মালিক।

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পরাজয়ের রেকর্ডও বাংলাদেশের। ২০২৩ সালের ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচেই টাইগাররা গড়েছিল এই দুঃখজনক মাইলফলক।

এই বিব্রতকর রেকর্ড কতদিন বাংলাদেশ ধরে রাখবে তা নির্ভর করছে অন্য দলগুলোর পারফরম্যান্সের ওপর। যদি ওয়েস্ট ইন্ডিজ চলতি মাসে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারে, তবে হয়তো তারা আবারও এই তালিকার শীর্ষে চলে যেতে পারে। শ্রীলঙ্কা জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ খেলবে, কিন্তু সেখানে তাদের রেকর্ড বদলানোর সুযোগ কম।

প্রসঙ্গত, বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখেছিল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে ৫ ম্যাচের সিরিজে তারা জয় পেয়েছিল ৪-১ ব্যবধানে। কিন্তু সেই জয় ছিল ক্ষণস্থায়ী, কারণ এরপর থেকেই টাইগাররা বারবার হারের বৃত্তে আটকে পড়ছে।