শিরোনাম

প্রথম সেশনেই জিততে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ এগিয়ে, জয়ের লক্ষ্যে শেষ দিন মাঠে নামবে টাইগাররা

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে। জাকির হাসান এবং সাদমান ইসলাম শক্তভাবে ইনিংস শুরু করেন, যেখানে জাকিরের আক্রমণাত্মক ব্যাটিং দলকে দৃঢ় অবস্থানে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে মাত্র ১৪৩ রান। যদিও দুই ওপেনারের ব্যাটিং আক্রমণাত্মক ছিল, বাংলাদেশ দল সোমবারই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে চেয়েছিল।

সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রেখে স্থির ব্যাটিং করলেও, জাকির হাসান ছিলেন আক্রমণাত্মক। ২৩ বলে দুটি চার এবং দুটি ছক্কার সাহায্যে তিনি ৩১ রান করেন। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪২।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ জানান, চতুর্থ দিন বৃষ্টি বাধা না হলে তারা ম্যাচটি সেদিনই শেষ করার চেষ্টা করতেন। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচ শেষ করার লক্ষ্য রয়েছে দলের। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করা হাসান বলেন, ‘বৃষ্টি না হলে আজই (সোমবার) আমরা ম্যাচ শেষ করার চেষ্টা করতাম, না হলে কালকের (মঙ্গলবার) প্রথম সেশনে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা বৃষ্টি নিয়ে চিন্তা করেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে এবং বাজে বলগুলোকে আক্রমণ করেছে।’

বাংলাদেশ দলকে এখন বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখেই ম্যাচ শেষ করার পরিকল্পনা করতে হবে। তবে, দলের আত্মবিশ্বাস এবং ব্যাটসম্যানদের স্থির মানসিকতা জয়ের পথে বাংলাদেশকে এগিয়ে রাখছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  • বাংলাদেশ ক্রিকেট
  • রাওয়ালপিন্ডি
  •