কিছুদিন আগে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুব দল। মেয়েদেরও ছিল ভারতকে হারানোর সুযোগ। তবে কুয়ালালামপুরে তা সম্ভব হয়নি, সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে ওঠা বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮০ রান সংগ্রহ করে। ভারত ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে এই ছোট লক্ষ্য সহজেই পূর্ণ করে নেয়।
বাংলাদেশকে টস জিতে আগে ব্যাট করতে পাঠায় ভারত। উদ্বোধনী জুটি ছাড়া আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে, এরপর ইভা ১৯ বলে ১৪ রান করে এবং ফাহমিদা ছোঁয়া ১০ রানে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষদিকে নবম জুটিতে নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম ১৮ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। নিশি ১০ রানে আউট হলেও হাবিবা ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুক্লা, সোনম যাদব ২ এবং শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।
৮১ রানের লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে দুটি উইকেট হারালেও, শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা।
আগামীকাল (শুক্রবার) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে খেলার জন্য শুধুমাত্র জেতাই নয়, অন্য দলের ফলাফলেও নজর রাখতে হবে সুমাইয়া আক্তারের দলকে।