শিরোনাম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হলেও চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম চমৎকার শুরু করেন। ৫৮ রানের জুটি ভাঙার পর দলের দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

জাকির ৩৯ বলে ৪০ রান করেন, আর সাদমান করেন ৫১ বলে ২৪ রান। শান্ত ৮২ বলে ৩৮ রান সংগ্রহ করেন, আর মুমিনুল ৭১ বল খেলে ৩৪ রান করেন।

দ্বিতীয় ইনিংসে টাইগাররা ১৫৩ রানে চার উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলকে সামাল দেন।

পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়, আর দ্বিতীয় ইনিংসে তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭২ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২৬২ রান। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শক্ত হাতে খেলে সহজেই পাকিস্তানকে হারিয়ে দেয়।

দেশের বাইরে বাংলাদেশ এর আগে একবার টেস্ট সিরিজ জিতেছিল, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।

২০২২ সালে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়। দেশের মাটিতে সেটাই ছিল তাদের প্রথম টেস্ট সিরিজ ধবলধোলাই।

  • usharbani
  • ঊষারবাণী
  •