ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নামছে টাইগাররা। ভারতের হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচটি।
ম্যাচটিতে বিশেষ নজর থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে যাচ্ছেন। সিরিজের প্রথম ম্যাচের পরই জানা যায় তার অবসর নিয়ে আলোচনা চলছে। তবে বিদায়ী ম্যাচে তাকে নিয়ে বিশেষ কোনো আয়োজন থাকবে কিনা, এ নিয়ে টাইগার কোচ নিক পোথাস কিছু জানাতে অপারগ ছিলেন, তিনি বলেন, ‘দুঃখিত, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার।’
ভারত সফর থেকে পাওয়া শিক্ষা নিয়ে পোথাস বলেন, ‘অনেক দলই ভারতে এসে খারাপ সময় কাটায়। আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে শিখতে পারা এবং সামনে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি খেলা রয়েছে। আমরা সবসময় জিততে চাই, কিন্তু বাস্তবতাও মাথায় রাখতে হবে। ভারতে খেলার অভিজ্ঞতা আমাদের উন্নতির জায়গা চিহ্নিত করতে সাহায্য করবে।’
তিনি আরও যোগ করেন, ‘ফিল্ডিংয়ে আমরা দারুণ পারফরম্যান্স করেছি কারণ এটি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ভারতের বিপক্ষে খেললে আপনি সবসময় চাপের মধ্যে থাকবেন, যা তাদের স্কিলের কারণে। শিক্ষাটা হচ্ছে কীভাবে চাপের মাঝে দীর্ঘ সময় টিকে থাকা যায়।’