শুরুতে বাংলাদেশের ব্যাটাররা চমৎকার সংগ্রহ এনে দেন, যেখানে জান্নাতুল মাওয়া দলকে এগিয়ে নেন।
এরপর মালয়েশিয়ান ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়াকে ১২০ রানে পরাজিত করে। বাংলাদেশ শুরুতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। পরে মালয়েশিয়া ২৯ রানে অলআউট হয়ে যায়।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়ে। ২১ বল খেলে ২৬ রান করে আউট হন ওপেনার ফাহমিদা ছোঁয়া, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বল খেলে ১৯ রান করেন। পরবর্তীতে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে, তবে শেষ পর্যন্ত দারুণ ইনিংস খেলেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। মাওয়া ৪৫ বলে ৪৫ রান করেন, এবং সাদিয়া ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
রান তাড়ায় নেমে মালয়েশিয়ার কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন, যিনি ১১ বল খেলেন। বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেন, আর হাবিবা ইসলাম ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।