আইসিসির আসরে ভারত ও বাংলাদেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা, যা মাঠ ছাড়িয়ে দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ দল তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। ভারতীয় গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকা নাহিদ রানা একাদশে জায়গা পাননি। এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে হারলেও খুশি। তিনি জানান, টস জিতলেও তার দল ফিল্ডিং নিত, তাই তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।