শিরোনাম

আবারও উয়েফার নিষেধাজ্ঞায় বার্সেলোনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

লা লিগার চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা সাত ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হারের পর তাদের সমর্থকদের বিরুদ্ধে গুরুতর বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বার্সেলোনাকে এক ম্যাচের দর্শক নিষেধাজ্ঞা ও ১০,০০০ ইউরো জরিমানা করেছে উয়েফা।

শুক্রবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই সিদ্ধান্ত ঘোষণা করে। ফ্লিকের দল বার্সেলোনা আগামী ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলবে, যেখানে বার্সার কোনো সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। বর্ণবাদী আচরণের পুনরাবৃত্তি ঘটলে আরও এক ম্যাচে সমর্থকদের নিষিদ্ধ করা হবে।

বার্সেলোনার সমর্থকদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের জন্য আগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত মৌসুমে পিএসজির বিপক্ষে সমর্থকদের নাৎসি স্যালুটের কারণে ক্লাবটিকে জরিমানা করা হয়।

  • usharbani
  • বার্সেলোনা
  • লা লিগা
  •