শিরোনাম

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বরাবরই ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ। গত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল। অন্যদিকে, সাম্প্রতিক এল ক্লাসিকোতে বার্সেলোনা রিয়ালকে ৪-০ গোলে পরাজিত করে। এ কারণে এবারের স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা একপাক্ষিক আধিপত্য দেখিয়ে রিয়ালকে ৫-২ গোলে পরাজিত করে তাদের শিরোপা ধরে রাখার আশা ভঙ্গ করে।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত
বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় শুরু হওয়া এই ফাইনালে রিয়াল মাদ্রিদ শুরুতেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায়। তবে, লামিনে ইয়ামালের গোলে বার্সা সমতা ফেরায়। প্রথমার্ধেই লেভানদোভস্কি, রাফিনিয়া ও আলেহান্দ্রে বালদে গোল করে বার্সাকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পর রাফিনিয়া আবারও গোল করেন এবং রদ্রিগো রিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন। তবে অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

প্রথমার্ধে আধিপত্য
ম্যাচের শুরুতেই বার্সেলোনা কয়েকটি দারুণ সুযোগ সৃষ্টি করে। দ্বিতীয় মিনিটে ইয়ামালের শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। এরপর রাফিনিয়ার হেডও রুখে দেন কোর্তোয়া। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন এমবাপ্পে।
ম্যাচের ২২তম মিনিটে লেভানদোভস্কির ব্যাকহিল পাস পেয়ে ইয়ামাল গোল করে বার্সাকে সমতায় ফেরান। এরপর ৩৫তম মিনিটে কামাভিঙ্গার ফাউলের কারণে পেনাল্টি থেকে লেভানদোভস্কি গোল করে দলকে এগিয়ে নেন। কিছুক্ষণ পর রাফিনিয়া হেডে তৃতীয় গোল করেন, এবং যোগ করা সময়ে বালদে চতুর্থ গোল করে ব্যবধান আরও বাড়ান।

বিরতির পরও বার্সার আধিপত্য
বিরতির পর বার্সেলোনা আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৪৮তম মিনিটে রাফিনিয়া আবারও একটি দারুণ গোল করেন। যদিও রদ্রিগো রিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন, তবে দশ জনের বার্সার বিপক্ষে রিয়াল আর কোনো গোল করতে পারেনি।

এই জয়ে বার্সেলোনা তাদের ১৫তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতে নিল, যা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্যের আরেকটি মাইলফলক হিসেবে যুক্ত হলো।