স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর কোপা দেল রে–র ষোড়শ রাউন্ডে ৫-১ গোলে রিয়াল বেটিসকে পরাজিত করে। তবে সাম্প্রতিক সময়ে লা লিগায় বার্সেলোনার পারফরম্যান্স অন্যরকম। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা গেটাফের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে নেমে হ্যান্সি ফ্লিকের দল বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে জুল কুন্দে বার্সেলোনাকে এগিয়ে দিলেও কিছুক্ষণের মধ্যেই গেটাফের মাউরো আরামবারি সমতা ফিরিয়ে আনেন। ম্যাচজুড়ে বার্সেলোনা বল দখলে রাখে ৭৮ শতাংশ সময় এবং ২১টি শট নেয়, যার মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে গেটাফে ১০টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের নবম মিনিটে পেদ্রির পাস থেকে বল পেয়ে ফরাসি ডিফেন্ডার কুন্দে গোল করে কাতালানদের এগিয়ে দেন। যদিও প্রথম সুযোগটি গেটাফের গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছিলেন, তবে পুনরায় বল পেয়ে কুন্দে গোল করতে ভুল করেননি। এরপর ১৫ ও ৩৩ মিনিটে বার্সেলোনার দুটি সুযোগ হাতছাড়া হয়। আলেহান্দ্রো বাল্দে এবং রাফিনিয়ার শট লক্ষ্যে ছিল না।
৩৪ মিনিটে গেটাফে তাদের আক্রমণ থেকে সমতা ফেরায়। ইনাকি পেনা প্রথম শট প্রতিহত করলেও আরামবারির কাছাকাছি থাকা বল তার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। বিরতির আগে রবার্ট লেভান্ডফস্কির হেড পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় এগিয়ে যাওয়া সম্ভব হয়নি বার্সার।
বিরতির পর লামিনে ইয়ামালের শট এবং অন্যান্য আক্রমণ গেটাফের ডিফেন্স ও গোলরক্ষক প্রতিহত করেন। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখলেও কোনো দল আর গোল করতে পারেনি। ফলে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।
এই ড্রয়ের ফলে লা লিগার শেষ আট ম্যাচে সাতবার পয়েন্ট হারাল বার্সেলোনা। এ সময়ে তারা চারটি ম্যাচে হেরেছে, তিনটি ড্র করেছে এবং জয় মাত্র একটি।
২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪, আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। ফলে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে বার্সেলোনার।