বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর একদিন আগে, আজ (২০ নভেম্বর), গত মৌসুমের সেরাদের সম্মাননা প্রদান করেছে। পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন বিভাগে সেরা ফুটবলার, কোচ, গোলরক্ষক এবং রেফারিদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি গত মৌসুমে দেশি খেলোয়াড়দের মধ্যে ১০ গোল করেন এবং আরও দুই গোলে সহায়তা করেন। বসুন্ধরা কিংসের ট্রেবল জয়ে তার অবদান ছিল অসামান্য। পুরস্কার নিতে উপস্থিত না থাকতে পারলেও রাকিব অনুভূতি প্রকাশ করে বলেন, “এটা দারুণ অনুপ্রেরণা। লিগের সেরা হওয়া আমার জন্য গর্বের বিষয়।”
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অনূর্ধ্ব-১৮ লিগেও প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে চ্যাম্পিয়ন হয় আবাহনী লিমিটেড।
মাসভিত্তিক সেরা রেফারিদেরও সম্মাননা দিয়েছে বাফুফে। জানুয়ারি থেকে মে পর্যন্ত নাসির, সাইমন, জালাল, আনিসুর ও বিটুরাজ মাসের সেরা রেফারি নির্বাচিত হয়েছেন। প্রতিজন রেফারি পেয়েছেন ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার।
প্রথমে বাফুফে মৌসুমসেরা খেলোয়াড় ও কোচদের বড় আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদানের পরিকল্পনা করেছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল হয়। আজ ফেডারেশনের ভবনে সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে পুরস্কারগুলো দেওয়া হয়।