হামজা চৌধুরীর দেশে আগমনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ইংল্যান্ডে থাকা এই ফুটবলারকে সিলেট বিমানবন্দরে বরণ করতে প্রস্তুত তারা। এর পাশাপাশি, ভারত ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নতুন অ্যাওয়ে জার্সি পাচ্ছে এবং দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতাও পাচ্ছে।
হামজা চৌধুরীর দেশে আসার দিনক্ষণ দ্রুত ঘনিয়ে আসছে। শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক বিরতির আগে শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার বাংলাদেশে ফিরবেন। তবে তিনি সরাসরি সিলেটে পৌঁছাবেন, ঢাকায় নয়। সেখান থেকে তিনি হবিগঞ্জে নিজ বাড়িতে যাবেন।
বাফুফে এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করতে যাচ্ছেন। ১৭ তারিখ দেশে এলেও, ১৮ তারিখ তিনি হবিগঞ্জে নিজ বাড়িতে কিছু সময় কাটাবেন। যদিও বাফুফে সেখানে কোনো আয়োজন করবে না, তবে নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটি টিম নিয়োগ করবে তারা।
এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “১৭ তারিখে হামজা সিলেটে পৌঁছবেন। কিছু নির্বাহী সদস্য সেখানে উপস্থিত থাকবেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। তবে হবিগঞ্জে বাফুফে কোনো আয়োজন রাখবে না, কারণ এটি ব্যক্তিগত বিষয়, যেটি আমরা সম্মান করি।”
ভারতের বিপক্ষে ম্যাচের আগে হামজা ও তার সহকর্মীরা নতুন অ্যাওয়ে জার্সি পাবেন, যা বাফুফে তাদের কিট স্পন্সর দৌড়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। নতুন জার্সিতে বাংলার ভূচিত্রের নকশা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে ইতোমধ্যেই বেশ কিছু পরিবর্তন এসেছে। বাফুফে তাদের জাতীয় দলের জন্য নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে এবং বেসরকারি ব্যাংক ইউসিবির সাথে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে।