৩০ ডিসেম্বর বরিশাল-রাজশাহী ম্যাচ দিয়ে শুরু বিপিএল ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে ৩০ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সাত দলের এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আসন্ন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম আটটি গ্রুপ পর্বের ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর দলগুলো যাবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে পরবর্তী ১২টি ম্যাচ। চট্টগ্রামে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে আরও ১২টি ম্যাচ। অবশেষে, ২৬ জানুয়ারি থেকে মিরপুরে ফিরবে বিপিএল এবং ফাইনালসহ বাকি সব ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচ হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে, রাতে প্রথম কোয়ালিফায়ার এবং ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি।
গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো স্কোয়াড সাজিয়েছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার টুর্নামেন্টে নেই। আগের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এবারো থাকছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দীর্ঘ ১১ বছর পর চিটাগং কিংস পুনরায় বিপিএলে অংশ নিচ্ছে, আর নতুন সংযোজন হিসেবে থাকছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
বিপিএলের টিকিট ব্যবস্থা সহজ করতে অনলাইনে ই-টিকেট সেবা চালু করতে যাচ্ছে বিসিবি, যা দর্শকদের জন্য টিকিট সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির ফারুক আহমেদ।