শিরোনাম

বিপিএলের টিকিট পাওয়া যাবে আরও একটি বুথে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

বিপিএলের টিকিট নিয়ে বিক্ষোভ, সমাধানে নতুন বুথ স্থাপন

বিপিএল শুরুর আগে থেকেই টিকিট পেতে ভক্তদের ভোগান্তি শুরু হয়। ব্যাংক ও নির্ধারিত বুথে দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে উদ্বোধনী দিন বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভাঙচুর চালায়। তবে ক্রিকেটপ্রেমীদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগ নিয়েছে।

বিসিবি সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, টিকিট কেনার সুবিধার্থে মিরপুর ১২ নম্বরের সিটি ক্লাব গ্রাউন্ডের কাছে একটি অতিরিক্ত টিকিট বুথ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে এই বুথ সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করবে। একই সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরের পাশে জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকেও টিকিট পাওয়া যাবে। তবে ব্যাংক বন্ধ থাকায় মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট কেনা সম্ভব হবে না।

ম্যাচ ও সময়সূচি পরিবর্তন

মঙ্গলবার বিপিএলে রয়েছে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের, আর দ্বিতীয় ম্যাচে খেলবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী রাজধানীর যানবাহন চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিসিবি দুটি ম্যাচেরই সময় দেড় ঘণ্টা এগিয়ে এনেছে।

ভক্তদের টিকিট সংক্রান্ত জটিলতা সমাধানে বিসিবির এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।