গত সোমবার ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলত্তি। তবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন ২৬ মে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর। এরই মধ্যে মাদ্রিদে বসে নিজের কোচিং স্টাফ গঠন নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
সিএনএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আনচেলত্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকাকে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। এসি মিলান সময়ে কাকা ছিলেন আনচেলত্তির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়, তাদের সম্পর্কও অনেকটা পিতাপুত্রের মতো। এবার তাকে সহকারী কোচ হিসেবে চান আনচেলত্তি। পাশাপাশি ক্যাসেমিরোকেও জাতীয় দলে ফেরাতে আগ্রহী তিনি।
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাকা। তাকে কোচিং দলে অন্তর্ভুক্ত করলে আনচেলত্তির জন্য ব্রাজিলের ফুটবল সংস্কৃতি বোঝা সহজ হবে বলে মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদে তার সহকারী ছিলেন তার ছেলে দাভিদ আনচেলত্তি, যিনি আগামী মৌসুমে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হতে পারেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কাকাই হতে পারেন আনচেলত্তির প্রধান সহকারী।
যদিও ক্লাব পর্যায়ে প্রচুর সফলতা থাকলেও জাতীয় দলের কোচ হিসেবে এটিই আনচেলত্তির প্রথম দায়িত্ব। তবে একজন বিদেশিকে ব্রাজিল জাতীয় দলের কোচ বানানো নিয়ে দেশটির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও বিষয়টি ভালোভাবে নেননি। চীন সফরে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে তার বিদেশি পরিচয়কে দোষ দিচ্ছি না। তবে আমার বিশ্বাস, ব্রাজিলেই এমন কোচ রয়েছে যারা জাতীয় দল পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য।”
তিনি আরও বলেন, “আনচেলত্তি একজন অসাধারণ কৌশলী। তিনি হয়তো ব্রাজিল দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন। প্রথম ধাপে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে, এরপর সম্ভব হলে বিশ্বকাপ জয় করতে হবে।”