শিরোনাম

আনচেলত্তির অধীনে শুরু হলো ব্রাজিল দলের ক্যাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে পথচলা শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের প্রথম ক্যাম্পে অংশ নিয়েছেন ১৪ জন ফুটবলার। এরই মধ্যে ভিনিসিউস জুনিয়র, অ্যান্টনি, রিচার্লিসন এবং মার্তিনেল্লিরা কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আনচেলত্তির সেলেসাও অধ্যায় শুরু হবে।

এদিকে ব্রাজিলিয়ান লিগে হাত দিয়ে করা একটি গোল আবারও মনে করিয়ে দিয়েছে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলকে—আর সেই গোলটি করেছেন নেইমার। যদিও ম্যারাডোনার মতো ঐতিহাসিক কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকা নেইমারকে নতুন কোচের স্কোয়াডে রাখা হয়নি। আনচেলত্তি তার প্রথম ক্যাম্প শুরু করেছেন নেইমারবিহীন একটি দল নিয়ে।

ফুটবলারদের চেহারায় দেখা গেছে উদ্দীপনার ছাপ। নতুন হেয়ারস্টাইল নিয়ে ক্যাম্পে যোগ দিয়ে আলোচনায় এসেছেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদে কোচ আনচেলত্তির সঙ্গে গড়ে ওঠা বন্ধন এবার তিনি জাতীয় দলেও ধরে রাখতে চান। নতুন রূপে, নতুন উদ্দীপনায় মাঠে নামার অপেক্ষায় ভিনি।

রিয়াল বেতিসে ধারে গিয়ে চমৎকার সময় কাটানো অ্যান্টনি আশা করছেন নতুন কোচের অধীনে তিনি আগের ফর্ম ধরে রাখতে পারবেন। প্রাথমিক আলোচনায় তিনি নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আনচেলত্তির অধীনে হেক্সা মিশনের সূচনালগ্নে ব্রাজিলের ক্যাম্পে যোগ দিয়েছেন ১৪ জন ফুটবলার। রিচার্লিসন ও মার্তিনেল্লিও কোচের সঙ্গে পরিচিতি পর্ব সেরেছেন। এখন চলছে মাঠে নামার প্রস্তুতি।

বর্তমানে আনচেলত্তির মূল মনোযোগ বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। প্রথম ম্যাচে ৬ জুন ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডরের, যেখানে আনচেলত্তিকে প্রথমবার দেখা যাবে ব্রাজিলের ডাগআউটে। এরপর ১১ জুন প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে ছয়টি দল। এখন পর্যন্ত ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষে আছে আর্জেন্টিনা (৩১ পয়েন্ট), দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইকুয়েডর ও উরুগুয়ে। বাকি রয়েছে আরও চারটি রাউন্ড। শুধু কোয়ালিফাই করাই নয়, আনচেলত্তির মূল লক্ষ্য দুই দশকের হেক্সা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।