শিরোনাম

ব্রুকের সেঞ্চুরিতে সিরিজে টিকে রইলো ইংল্যান্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে ব্যাকফুটে চলে গেলেও, তৃতীয় ম্যাচে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৬ রানে জয় পায় স্বাগতিকরা, এতে টানা ১৪ ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার জয়রথ থামে।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রান করে। স্টিভেন স্মিথের ফিফটি ও অ্যালেক্স কেয়ারির ৭৭ রানের ইনিংস তাদের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জবাবে, ইংল্যান্ড ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলে, এরপর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ড জয়ী হয়।

ম্যাচে ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক ৯৪ বলে ১১০ রান করেন এবং ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন। এছাড়া, উইল জ্যাকস ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। বৃষ্টির কারণে ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড ৪৬ রানে জয় পায়, যদিও সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি শুক্রবার লর্ডসে অনুষ্ঠিত হবে, যেখানে ইংল্যান্ড সমতা ফেরানোর জন্য মরিয়া থাকবে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250