শিরোনাম

ঢাকায় পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নরা, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর দিন, আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে যুবা ফুটবলাররা ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছে।

এরই মধ্যে বুধবার শিরোপা জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলকে অভিনন্দন জানান এবং আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

বাংলাদেশ যুব দল নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে এই শিরোপা জয় করেছে। এটি বয়সভিত্তিক ফুটবলের ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম শিরোপা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থবারের চেষ্টায় কাঙ্ক্ষিত শিরোপা জয় করে মারুফুল হকের শিষ্যরা।

দক্ষিণ এশীয় প্রতিযোগিতায় এই সাফল্য তারা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ও গোলদাতা রাব্বি হোসেন রাহুল শিরোপাটি নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করার ঘোষণা দেন।

মারুফুল হক বলেন, “আমাদের এই সাফল্য ও অর্জন আমি উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক আন্দোলনে প্রয়াত হয়েছেন।” ফুটবলারদের প্রথম গোলের পর, মিরাজুল ইসলাম একটি বিশেষ টি-শার্ট পরেন যা আবু সাঈদ-মুগ্ধর স্মরণে ছিল। মাঠে ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল এই উদ্যোগ গ্রহণ করে।

Krishibid Group Real Estate-ads