শিরোনাম

প্রধান উপদেষ্টা কর্তৃক সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নারী ফুটবল দলের সদস্যসহ অন্যরা

সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলকে আন্তরিক সংবর্ধনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে সাফজয়ী ফুটবল দল যমুনায় প্রবেশ করে। দেশে ফিরে আসার পর, বিজয়ী দলের জন্য একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়, যা তাদের অসামান্য সাফল্যকে সম্মান জানায়।

woman football team1

বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাফুফে ভবনে আরও একটি সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। বিকেল ৪টায় ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছান এই চ্যাম্পিয়নরা। বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয়ী দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার প্রদান করেন, যা দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন। এই পুরস্কার নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য উদযাপনের একটি অসাধারণ নিদর্শন হয়ে উঠেছে।

  • ঊষারবাণী
  • নারী ফুটবল
  • বাংলাদেশ
  • সাফ চ্যাম্পিয়নশিপ
  •