শিরোনাম

সিটির জয়, ইউনাইটেডের হার, লিভারপুলের রোমাঞ্চকর ড্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ দল লিভারপুলকে আটকে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে ড্র দিয়ে। অন্যদিকে, আর্সেনাল বড় ম্যাচে ২-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। নটিংহ্যামকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাত ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি সাউদাম্পটনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তবে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগের রাতে বড় দলগুলো মাঠে নামলেও, সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয় লিভারপুল ও নিউক্যাসলের মধ্যে। ৩৫ মিনিটে ইসাকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৫০ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান জোন্স। ৬১ মিনিটে গর্ডন নিউক্যাসলকে আবার এগিয়ে দেন। এরপর ৬৮ ও ৮৩ মিনিটে মোহাম্মদ সালাহর জোড়া গোলে প্রথমবার লিড নেয় লিভারপুল। তবে ম্যাচের নাটকীয়তা তখনো শেষ হয়নি। ৯০ মিনিটে ফাবিয়ান সারের গোলে ড্র নিশ্চিত করে নিউক্যাসল।

আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার বড় ম্যাচে পুরো সময় আধিপত্য দেখায় আর্তেতার দল। যদিও শুরুতে একাধিক গোল মিস করে তারা। ৫৪ মিনিটে রাইসের কর্নার থেকে টিম্বার গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। ৭৩ মিনিটে আরেক কর্নার থেকে উইলিয়াম সালাইবার গোল নিশ্চিত করে আর্সেনালের ২-০ ব্যবধানে জয়।

ম্যানচেস্টার সিটি অবশেষে নটিংহ্যামের বিপক্ষে জয় তুলে নেয়। ৮ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ৩১ মিনিটে ডোকুর অ্যাসিস্ট থেকে ডি ব্রুইনা স্কোর করেন। ৫৭ মিনিটে নিজেই গোল করে সিটির ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন ডোকু।

চেলসির বিপক্ষে সাউদাম্পটন একসময় সমতায় ফিরলেও, পরে বড় ব্যবধানে হারে। ৭ মিনিটে চেলসিকে এগিয়ে দেন দিসাসি। ১১ মিনিটে সাউদাম্পটনের জো আরিবো সমতা ফেরান। এরপর ১৭ মিনিটে এনকুকু, ৩৪ মিনিটে মাদুয়েকে, ৭৬ মিনিটে পালমার, এবং ৮৭ মিনিটে সানচোর গোলে চেলসি ৫-১ ব্যবধানে বড় জয় পায়।

লা লিগায় রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে পরাজিত হয় নিজেদের ভুলে। ১৩ মিনিটে এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৫৩ মিনিটে বিলবাওয়ের বেরেঙ্গুয়ারের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ৬৮ মিনিটে এমবাপ্পে পেনাল্টি মিস করেন। ৭৮ মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা ফেরালেও, ৮০ মিনিটে ভালভার্দের মিসপাস থেকে গোর্কার গোলে জয় নিশ্চিত করে বিলবাও।

  • usharbani
  • ইউনাইটেড
  • ঊষারবাণী
  • ফুটবল
  • ম্যানচেস্টার সিটি
  • লিভারপুল
  •