শিরোনাম

শহিদ আবু সাঈদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আসামপাড়া জামে মসজিদের পাশে মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা।

আসামপাড়া যুব সমাজের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মতিয়ার রহমান খন্দকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুকুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাকিব হাসান প্রান্তিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর রহমান হাসান এবং প্রবাসী ময়নুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরগঞ্জ পশ্চিম পরান ক্রিকেট একাদশ এবং অনন্তরাম ইউনাইটেড ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে অনন্তরাম ইউনাইটেড ক্রিকেট একাদশ বিজয়ী হয়।