এ বারের আইপিএলে রবিবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? ম্যাচের পর উত্তর দিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না।
এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে।
এ বারের আইপিএলে রবিবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে সেই ম্যাচে তারা হারিয়েছে পাঁচ উইকেটে। মহেন্দ্র সিংহ ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? ম্যাচের পর উত্তর দিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না।
আইপিএলের এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না। হঠাৎই প্রাক্তন সতীর্থ তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন রায়নাকে, “তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। এটাই কি চেন্নাই সুপার কিংস এ ধোনির শেষ ম্যাচ?” উত্তর দিতে সময় নেননি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, “একদমই নয়।”
আসলে জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সামাজিকমাধ্যমে চেন্নাই সুপার কিংস সমর্থকদের উদ্দেশে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামেই কিছু ক্ষণ অপেক্ষা করতে। অনেকেই ভেবেছিলেন, ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন। কারণ, অনেকেরই ধারণা এ বারের আইপিএলই তাঁর শেষ খেলা।
কিন্তু ধোনি সে সব করেননি। সমর্থকদের ভালবাসাকে ধন্যবাদ জানাতেই তাঁদের থাকতে বলেছিল চেন্নাই। ম্যাচের পর দলের সব ক্রিকেটার মাঠ প্রদক্ষিণ করেন। ধোনিও সেখানে ছিলেন। একটি র্যাকেট দিয়ে টেনিস বল সমর্থকদের উদ্দেশে ছুড়ে দিতে থাকেন তারা। সেই বল নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।
শুধু তাই নয়, মাঠে ধোনির সঙ্গে দেখা হয়ে যায় রায়নারও। ধোনির অনুরোধে তিনিও র্যাকেট দিয়ে কয়েকটি বল দর্শকদের দিকে ছুড়ে দেন।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আরেকটি প্লে-অফের পথে রয়েছে। আজ চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তারা রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।
এই জয়ের পর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে চেন্নাই। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টেবিলের দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচে ১৮ পয়েন্ট করে শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।
প্লে-অফের বাকি দুটি টিকিট পাওয়ার রেসে আছে চেন্নাই, সানরাইজার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপারজায়ান্ট।
তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের বিদায় প্রায় নিশ্চিত। মুম্বাই ও পাঞ্জাব এবারের আসর থেকে বিদায় নিয়েছে, অর্থ্যাৎ- তাদের ম্যাচ থাকলেও প্লে-অফে ওঠার আর কোনো সুযোগ নেই।
তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক- শেয়ার করতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্যনতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।