জুলাই মাসে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে নিয়েছিল আর্জেন্টিনা, যেখানে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিল তারা। তবে সেই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, যা তাকে আজ চিলির বিপক্ষে খেলায় অনুপস্থিত রাখে।
২০১০ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই মেসি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে আসছেন। কিন্তু ইনজুরির কারণে তার অনুপস্থিতিতে আজ সেই দায়িত্ব পালন করেন পাওলো দিবালা। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নামেন দিবালা এবং ৯১ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন।
দিবালা, যিনি সাধারণত ২১ নম্বর জার্সি পরে থাকেন, আজ মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমে যেন সৌভাগ্যের পরশ পেলেন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি জানি জার্সিটা আমার নয়, এটা লিওর। কিন্তু আমি যতটা সম্ভব, তার মর্যাদা রক্ষা করতে চেষ্টা করেছি। অনেকে বলেছে আমার এটা পরা উচিত। তবে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।”
দলে ফেরার বিষয়ে দিবালা আরও বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আর ডাক পাব না। কিন্তু আমাকে ফিরতেই হতো। যখন আপনি এই জার্সি পরবেন, তখন সেরাটা দিতেই হবে।”
দিবালার এই নায়কোচিত প্রত্যাবর্তন আর্জেন্টিনার জয়ে বড় অবদান রাখে এবং মেসির অনুপস্থিতিতেও দলের শক্তিশালী অবস্থান প্রমাণ করে।