শিরোনাম

ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

উয়েফা নেশন্স লিগে ইতালিকে তাদের ঘরের মাঠে হারিয়ে গ্রুপসেরার মুকুট অর্জন করেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা এই দুই দলের ম্যাচটি ছিল গ্রুপসেরার মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। রোববার (১৭ নভেম্বর) রাতে মিলানের সান সিরোতে স্বাগতিক ইতালিকে ৩-১ ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় ফ্রান্স। দলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়েন র‍্যাবিও।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্স ইতালির ওপর চাপ সৃষ্টি করে। মাত্র দুই মিনিটের মাথায় এড্রিয়েন র‍্যাবিও গোল করে দলকে এগিয়ে নেন। লুকাস দিনিয়ের কর্নার থেকে রাবিয়োটের দুর্দান্ত হেড সরাসরি জালে জড়িয়ে যায়।

ম্যাচের ৩৩তম মিনিটে লুকাস দিনিয়ের ফ্রি কিক ইতালির গোলপোস্টে লেগে গোলরক্ষক ভিকারিও’র গায়ে লেগে জালে ঢুকে যায়, ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দুই মিনিট পর আন্দ্রেয়া ক্যাম্বিয়ানো গোল করে ব্যবধান কমালে ইতালি ম্যাচে ফেরার আভাস দেয়। প্রথমার্ধ শেষ হয় ফ্রান্সের ২-১ গোলের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের ৬৫তম মিনিটে রাবিয়োট আবারও গোল করেন। দিনিয়েরের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন এবং ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। উল্লেখযোগ্যভাবে, এই আসরের প্রথম দেখায় ইতালির কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল ফ্রান্স। তবে এবার তারা সেই পরাজয়ের প্রতিশোধ নেয়।

গ্রুপ পর্বে ছয় ম্যাচে চার জয় এবং এক ড্র নিয়ে ফ্রান্স ও ইতালির পয়েন্ট সমান ১৩। তবে গোল পার্থক্যে (+৬) দিদিয়ের দেশামের ফ্রান্স এগিয়ে রয়েছে লুসিয়ানো স্পালেত্তির ইতালির (+৫) থেকে।

  • usharbani
  • ইতালি
  • ঊষারবাণী
  • ফ্রান্স
  •