আগামীকাল শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর, যা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে দর্শক আকর্ষণের নানা উদ্যোগ। এবার জানা গেল, কোথায়, কীভাবে, এবং কত দামে পাওয়া যাবে বিপিএলের টিকিট।
প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর খেলা হবে সিলেট এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিসিবি ইতোমধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে।
গ্যালারির অবস্থান অনুসারে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ ২০০০ টাকা। পিচের দুই পাশে থাকা গ্র্যান্ড স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারিতে এসব টিকিট পাওয়া যাবে। সাউথ ও নর্থ প্রান্তে থাকা গ্যালারিগুলোর টিকিটের দাম ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
টিকিট কেনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম **www.gobcbticket.com.bd**-এ পাওয়া যাবে। এছাড়া ঢাকার মধুমতি ব্যাংকের সাতটি শাখায়ও টিকিট বিক্রি হবে। শাখাগুলো হলো মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর এবং পল্টনের ভিআইপি রোড।
আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
এদিকে, বিসিবির টিকিট সংক্রান্ত ঘোষণা আসার আগেই মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। তবে দীর্ঘসময় অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিসিবির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।