বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার পরিবর্তে এই সিরিজের শেষ দুই টেস্টের জন্য ভারত দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার তনুশ কোটিয়ান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ভারত দলকে যোগ দিতে দেশ ত্যাগ করবেন।
ভারতের টেস্ট দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও বিসিসিআই তনুশ কোটিয়ানের ওপর বিশ্বাস রেখেছে। কে এই তনুশ কোটিয়ান?
ঘরোয়া ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন কোটিয়ান। তার দারুণ পারফরম্যান্সের সাহায্যে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছিল। রঞ্জি ট্রফিতে বল হাতে ১৬.৯৬ গড়ে ২৯টি উইকেট এবং ব্যাট হাতে ৪১.৮৩ গড়ে ৫০২ রান করেছিলেন তিনি। পাঁচটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। এখন পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.২১ গড়ে ১৫২৫ রান এবং ২৫.৭০ গড়ে ১০১ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে তনুশ কোটিয়ান ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় সফর করেছিলেন, তবে সেখানে তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেননি।
ভারত দলের চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য নির্বাচিত ক্রিকেটাররা হলেন: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা, হারশিত রানা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিক্কাল এবং তনুশ কোটিয়ান।