শিরোনাম

ভারতের হৃদয় ভেঙে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিজেদের ঘরে তুলেছে অজিরা।

সিডনি টেস্টের তৃতীয় দিনে ১৫৭ রানে অলআউট হয় ভারত। ফলে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান। ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। এতে এক দশক পর আবারও বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের আনন্দে মাতে অস্ট্রেলিয়া। একই সঙ্গে, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

দ্বিতীয় দিনেই ধারণা করা হয়েছিল তৃতীয় দিনে ম্যাচের ফল নির্ধারিত হবে, এবং সেটাই হয়েছে। দিনের শুরুতেই ভারতের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেন অজি বোলাররা। স্কট বোল্যান্ড ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৩৫ বছর বয়সী এই পেসার মাত্র ৪৫ রানে নেন ৬ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট প্রাপ্তি। প্যাট কামিন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তুলে নেন ৩ উইকেট।

ভারতের দ্বিতীয় ইনিংসে একমাত্র রিশভ পন্ত কিছুটা লড়াই করেন। তিনি টি-টোয়েন্টি ধাঁচে মাত্র ৩৩ বলে ৬১ রান করেন। তবে বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভালো শুরু করে। কনস্টাস ও খাজার উদ্বোধনী জুটি থেকে আসে ৩৯ রান। যদিও পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে ট্রাভিস হেড ও অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারের অনবদ্য পারফরম্যান্সে সহজেই জয় পায় অজিরা। হেড ৩৪ এবং ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে প্রসিধ কৃষ্ণ নেন ৩ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৮১ রানে। তবে ভারতও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি, গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। ফলে তারা ৪ রানের লিড পায়। প্রথম ইনিংসে ভারতের অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ চোট পেয়ে মাঠ ছাড়েন এবং দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি।