শিরোনাম

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

বিরাট কোহলি যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান, সেই খবর দুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, তিনি তার সিদ্ধান্ত ইতোমধ্যে বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন। তবে এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কোহলি নিজে। অবশেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন তার টেস্ট অবসরের সিদ্ধান্ত।

বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণাটি দেন।

আসন্ন জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। এই সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। একই পথে হাঁটলেন বিরাট কোহলিও। দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের অবসরে ভারতীয় ব্যাটিং লাইনআপ যে অনভিজ্ঞ হয়ে পড়বে, সেই শঙ্কায় কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল রইলেন কোহলি।

কোহলিকে টেস্ট অবসর না নিতে অনুরোধ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় লারা লিখেছিলেন, “টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তাকে রাজি করানো উচিত, যেন তিনি অবসর না নেন। আমি বিশ্বাস করি, কোহলি তার ক্যারিয়ারের বাকি অংশে ৬০-এর ওপর গড় নিয়ে ব্যাট করবেন।”

নিজের অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, “ব্যাগি ব্লু ক্যাপটা মাথায় তোলার ১৪ বছর পেরিয়ে গেছে। শুরুতে কখনো ভাবিনি, এই ফরম্যাট এতটা পথ দেখাবে আমাকে। এটি আমাকে পরীক্ষা করেছে, গঠন করেছে এবং অনেক কিছু শিখিয়েছে যা আজীবন মনে থাকবে। সাদা পোশাকে খেলার মধ্যে এক ধরনের গভীরতা আছে—নিরবতা, দীর্ঘ সময়ের খেলা, ছোট ছোট মুহূর্ত যা হয়তো কেউ খেয়ালও করে না, কিন্তু আমার সঙ্গে সারাজীবন থাকবে। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না, তবে এখন এটাকেই সঠিক মনে হচ্ছে। আমি যা কিছু দিতে পেরেছি, দিয়েছি। বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনার বাইরে।”

২০১১ সালে টেস্টে অভিষেক হয় কোহলির। ১২৩টি ম্যাচে ৯২৩০ রান করেছেন তিনি। যেখানে তার গড় ৪৬.৮৫। এই ফরম্যাটে তিনি করেছেন ৩০টি সেঞ্চুরি, যার মধ্যে রয়েছে সাতটি ডাবল সেঞ্চুরি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৫৪।