শিরোনাম

সিরিজ হারের পর যা বললেন লিটন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

কয়েকদিন আগেও হয়তো লিটন দাস ভাবেননি, সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারতে হবে বাংলাদেশকে। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। বুধবার (২১ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক আমিরাত। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বললেন, সব অধিনায়কের মতো চেনা সেই বক্তব্য—”জীবনেরই অংশ”।

বাংলাদেশ তিন ম্যাচেই টস হারে। নির্ধারণী ম্যাচেও টস ভাগ্য পাশে ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ—মাত্র ৮৪ রানে হারায় ৮ উইকেট। তবে শেষদিকে লোয়ার অর্ডারের লড়াইয়ে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

তবে এই রান স্বাগতিকদের থামাতে যথেষ্ট হয়নি। ৭ উইকেট হাতে রেখেই ৫ বল আগে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। এই নিয়ে দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দলকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর কীর্তি গড়ল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়েছিল আমিরাত।

সিরিজ শেষে লিটন দাস বলেন, “আমরা অবশ্যই খুব একটা ভালো পারফর্ম করিনি। এখানে আসলে ম্যাচ জেতার লক্ষ্যই থাকে। তবে সবসময় তো জেতা যায় না। মাঝেমধ্যে প্রতিপক্ষও ভালো খেলে, তাদের কৃতিত্ব দিতেই হবে। ব্যাটিংয়ে কিছু ভুল হয়েছে আমাদের। উইকেট ও কন্ডিশন বিবেচনায় আমাদের আরও ভালো রান করা উচিত ছিল। শিশিরও পরে বোলিংয়ে একটা প্রভাব ফেলেছে।”

আমিরাতের প্রশংসা করে লিটন আরও বলেন, “ওরা দারুণ খেলেছে। শুরুতেই ভালো বোলিং করেছিল, যার ফলে আমরা চাপের মধ্যে পড়ে যাই। ব্যাটিংয়ে শিশির তাদের কিছুটা সহায়তা করেছে হয়ত, কিন্তু ওদের ব্যাটাররা সাহস হারায়নি, সবকজনই আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে।”

উল্লেখ্য, এটি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হেরেছিল টাইগাররা।