শিরোনাম

মাহমুদউল্লাহ-মিরাজের হাফ সেঞ্চুরি, দুইশর পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

শারজাহতে মাহমুদউল্লাহ-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের লড়াই, দুইশো রানের পথে

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৭২ রানে ৪ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাদের পার্টনারশিপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে শুরু করে, শারজাহতে ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে আমিনুল ইসলাম ও আকরাম খানের ৭২ রানের জুটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে।

মাহমুদউল্লাহ তার সমালোচকদের জবাব দিয়ে ৬৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এ ছাড়া মিরাজ তার শততম ওয়ানডেতে ১০৬ বলে অর্ধশতক ছুঁয়ে বিশেষ মুহূর্ত উদযাপন করেন।

বাংলাদেশের ইনিংসে শুরুতে চ্যালেঞ্জের মুখোমুখি

তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের হাত ধরে বাংলাদেশ ভালো শুরু পেলেও কিছু ওভারের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে। তানজিদ দুইবার জীবন পেয়েও ১৯ রানেই আউট হয়ে যান, আর সৌম্য সরকারের ২৪ রানের ইনিংস শেষে ৫৩ রানে তাদের ওপেনিং জুটি ভাঙে।

হৃদয়ের ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত

প্রথম দুটি ম্যাচের মতো তাওহীদ হৃদয় আবারও ব্যর্থ হন। রশিদ খানের বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে দ্বিধাগ্রস্ত হয়ে ৭ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এ ইনিংসে তার পারফরম্যান্সের ঘাটতি স্পষ্ট হয়।

গুরুত্বপূর্ণ মুহূর্তে মাহমুদউল্লাহ-মিরাজের দৃঢ়তা

খেলাটির গতিপথ পাল্টাতে মাহমুদউল্লাহ ও মিরাজ মিলে দলকে ভালোভাবে এগিয়ে নিতে থাকেন। মাহমুদউল্লাহ দীর্ঘ সাত ইনিংস পর ফিফটি স্পর্শ করেন, আর মিরাজ ১০০তম ওয়ানডেতে ফিফটি করে গর্বিত মুহূর্তের উদযাপন করেন।

বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা

নাজমুল হোসেন শান্তর চোটের কারণে দলের অধিনায়কত্বের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে অভিষেক হয়েছে নাহিদ রানার। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

  • মাহমুদউল্লাহ
  •