শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের দীর্ঘ ১৮ বছরের যাত্রা শেষ হলো। এর আগে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, বাকি ছিল কেবল ওয়ানডে। এবার সেটিও ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘মিস্টার সাইলেন্ট কিলার’ খ্যাত এই তারকা।

বুধবার (১২ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি অবসরের ঘোষণা দেন।

তিনি লেখেন, “সর্বশক্তিমান আল্লাহর প্রতি সকল প্রশংসা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”

এসময় তিনি সতীর্থ, কোচ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আমি আমার সমস্ত সতীর্থ, কোচ এবং বিশেষভাবে সেই ভক্তদের ধন্যবাদ জানাই, যারা আমার পাশে ছিলেন এবং সবসময় উৎসাহ দিয়েছেন।”

ক্রীড়া জীবনে পরিবারের অবদানের কথা তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন, “বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহ, যিনি শৈশব থেকে আমার পথপ্রদর্শক, কোচ ও মেন্টর ছিলেন।”

এছাড়া, স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাই, যারা ভালো ও খারাপ সময়ে সবসময় আমার পাশে থেকেছে। আমি নিশ্চিত, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে দেখতে মিস করবে।”

অবসর প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, “সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, তবে বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”

সর্বশেষ, বাংলাদেশ ক্রিকেট দল ও দেশের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, “জাতীয় দল ও দেশের ক্রিকেটের জন্য আমার শুভকামনা রইল।”

প্রসঙ্গত, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ২০২3 সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেন।